ফ্রিল্যান্সার নাসিমের চাপাবাজি সম্পর্কে কিছু কথা
সাম্প্রতিক সময়ে ফ্রিল্যান্সার নাসিমের বিরুদ্ধে অনেক কিছুই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর সেই জন্য তাকে সবাই চাপাবাজ, ভন্ড ইত্যাদি বলছে। অনেকে আছেন যারা তার অতীত জানেন না তারাও এই বিষয় গুলো থেকে তাকে চাপাবাজ বলছেন। আমি নিজে তাকে ২ বছরের বেশি সময় ধরে ফলো করেছি, তার ভিডিও গুলো দেখেছি। তবে আমি তাকে আনফলো করেছিলাম এখান থেকে আরও ২ মাস আগে। এর প্রধান কারণ ছিল, তার অত্যন্ত নেতিবাচক কর্মকান্ড।
যারা চেনেন না নাসিম কে? তাদের জন্য বলছি উনি একজন ফ্রিল্যান্স ফুল স্টাক ওয়েব ডেভেলপার। এবং উনি অনেক কষ্ট করে তার এই অবস্থান তৈরি করেছেন। তিনি অবশ্যই বাংলাদেশের অন্য ১০ জন ফ্রিল্যান্সার থেকে বেশি পরিচিত। এর মুল কারণ, ইউটিউবে তার কিছু টিওটোরিয়াল আর কিছু নামমাত্র মোটিভেশন ভিডিও। আর এখান থেকেই তার ফলোয়ার ১০ লাখের বেশি।
বাংলাদেশের বেশিরভাগ মানুষ যখন ফ্রিল্যান্সিং নিয়ে কিছুই বুঝত না সে তখন থেকেই এই পেশার সাথে যুক্ত। সুতরাং তাকে সবকিছু শিখে এই পর্যায়ে আসতে বেশ বেগ পেতে হয়েছে তা বলার অপেক্ষা রাখে না! সে অবশ্যই তার ব্যাক্তিগত জীবনে সফল এবং একজন ফেমাস পারসন ও বটে। বাংলাদেশের অনেকগুলো ন্যাশনাল টিভি চ্যানেলে তার ইন্টারভিউ আছে। সো এই পর্যন্ত তো সবকিছুই ঠিক ঠাক! কিন্তু সমস্যা আসলে এর পর থেকে।
আপনারা নোবেলকে চিনেন নিশ্চয়। হঠাত করেই সে অনেক মানুষের সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল তার নেতিবাচক ব্যাবহারের কারণে। নাসিমের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। বিগত বেশ কয়েক মাস ধরেই সে নিজেকে বেশি শো অফ করছে, কমেন্টে কেউ একটু খারাপ কিছু বললে সেই মানুষকে সরাসরি গালিগালাজ করছে! যা কখনোই একজন মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যের সাথে যায় না।
আমি বলব এর প্রধান কারণ হলো তার প্রকৃত শিক্ষার অভাব! আমি বলছি না যে সে শিক্ষিত নয়। সে অবশ্যই শিক্ষিত, সে ভালো ইংরেজি জানে, সে প্রোগ্রামিং পারে। সুতরাং সে শিক্ষিত, কিন্তু অবশ্যই প্রকৃত শিক্ষায় শিক্ষিত নয়। যদি সত্যই তার ভিতর প্রকৃত শিক্ষার আলো থাকত তাহলে সে এই ধরনের নেতিবাচক কাজ বারবার করত না।
যাই হোক, যার জীবন, তার দর্শন।