হাজারকে 'K' দ্বারা প্রকাশ করা হয় কেন? K-এর সম্পূর্ণ অর্থ কী?

চলুন জেনে নেওয়া যাক হাজারকে 'K' দ্বারা প্রকাশ করা হয় কেন? K-এর সম্পূর্ণ অর্থ কী?

 






আমরা প্রায়শই দেখে থাকি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় লাইক, আপভোট, কমেন্ট, শেয়ার এর ক্ষেত্রে 1K ওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে। আমাদের মাথায় প্রশ্ন আসে, "1K এর পূর্ণরূপ কি? কেনো বলা হয়?" ডিটেইলস এ আলোচনা করার চেষ্টা করছি।

K শব্দটির পূর্ণরূপ হচ্ছে Kilo ( কিলো)। কিলো ওয়ার্ডটি একটি গ্রীক শব্দ । এর অর্থ হচ্ছে হাজার। আমরা প্রতিনিয়ত এই ওয়ার্ডটি এর সাথে পরিচিত। কখনো সবজি কিনতে গেলে, বা চাল কিনতে হলে, কিলো ওয়ার্ডটি ইউজ করে থাকি আমরা।

সুতরাং দাড়ায় "' '1K' শব্দটির পূর্ণরূপ ১ হাজার "।

Post a Comment

Previous Post Next Post