কানের মধ্যে সুর বাজছে কিন্তু গানটি মনে পড়ছে না, কিভাবে গানটি পেতে পারি? Gadgetsbdnews

কানের মধ্যে সুর বাজছে কিন্তু গানটি মনে পড়ছে না, কিভাবে গানটি পেতে পারি?


একটি গান কেউ একজন আমাকে গেয়ে শুনিয়েছিল। গানটা ক’দিন ধরে কানের মধ্যে বেজে চলছে কিন্তু কিছুতেই মনে আসেনি। শুধু শুধুই গুন-গুন করে যাচ্ছি আর নষ্টালজিয়ায় কাতর হচ্ছি। প্রশ্নের উত্তর না পেয়ে গুগুলকে প্রশ্ন করলাম। তারপর মুক্তি! আহ্ কি শান্তি।

কোনো গান কি আপনার মাথায় আটকে আছে? গানটির সুর মনে আসছে গানটি মনে আসছে না? আজ থেকে শুরু করুন, আপনি আপনার কানের মধ্যে বাজতে থাকা এই সমস্যার সমাধানের জন্য গুগলে গুনগুন, শিস দিয়ে গাইতে পারেন। আপনার মোবাইল ডিভাইসে, গুগল অ্যাপের সর্বশেষ সংস্করণটি খুলুন অথবা আপনার গুগল সার্চ উইজেটটি খুঁজুন, মাইক আইকনে ট্যাপ করুন এবং বলুন "হোয়াট ইজ দিস সং?" অথবা "সার্চ এ সং" বাটনে ক্লিক করুন। তারপর ১০-১৫ সেকেন্ডের জন্য সুরটি গুনগুন শুরু করুন। ব্যাস পেয়ে যাবেন আপনার গান।

ধন্যবাদ।

কানের মধ্যে সুর বাজছে কিন্তু গানটি মনে পড়ছে না, কিভাবে গানটি পেতে পারি gadgetsnewsbd





Post a Comment

Previous Post Next Post