আপনি নিজে ডেভেলপার হতে হলে আপনার ২ টা উপায় আছে। একটি প্রোগ্রামিং শেখা ও দ্বিতীয় রেডিমেড অ্যাপ তৈরির ওয়েবসাইট থেকে টেমপ্লেট ব্যবহার করে অথবা ব্লাঙ্ক টেমপ্লেটে কিছু সহজ অ্যাপ তৈরি করতে পারবেন। এছাড়া আপনার ব্যবসায়ীক বা কাজের প্রয়োজনে আপনি ডেভেলপার দিয়ে অ্যাপ তৈরি করিয়ে নিতে পারবেন। How To Make android App online গুগলে সার্স করে আপনি অনলাইনে অ্যাপ তৈরির বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানা পাবেন। এই ক্ষেত্রে আপনার কম্পিউটারে Android Studio software install করার প্রয়োজন পড়বে না। আপনি কোডিং বা প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই মডিউল ব্যবহার করে অ্যাপ তৈরি করতে পারবেন। অ্যাপ তৈরি হয়ে গেলে গুগলে ডেভেলপার একাউন্ট করে আপনি গুগল প্লে স্টোরে সেই অ্যাপ আপলোড করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার গুগলকে $25 পরিশোধ করতে হবে। এই খরচ মাত্র একবারই দিতে হবে।
Tags:
android application