নিজে ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে কিভাবে আয় করা যায়?
ইউটিউব এখন অনেকভাবে ভিডিও না দিয়েও আয় করা যায়।
তবে এজন্য আপনাকে অনেক ধৈর্য্য এবং নিয়মিত কাজ করে যেতে হবে।
মূলত দুটি উপায়ে আপনি ভিডিও না বানিয়ে আয় করতে পারবেন। উপায় গুলি হল
১. ইউটিউব আপনাকে ইউটিউব ক্রিয়েটিভ কমন লাইসেন্স এরমধ্যে অন্যের ভিডিও ব্যবহার করার সুযোগ দিয়ে থাকে। আপনি গুগল ক্রোম থেকে ইউটিউব এ চলে যাবেন, ডেস্কটপ মোড অন করে রাখবেন। তারপর copyright free video লিখে সার্চ দিবেন। সার্চ বাটনের পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করে ফিল্টার করবেন creative common ( উপরের পিক এ দেখানো আছে)। তারপর এই ভিডিওগুলো ডাউনলোড করে আপনি নিজের চ্যানেলে ছাড়তে পারেন। কোন সমস্যা হবে না। আর কিভাবে HD , 4k রেজুলেশনের ভিডিও ডাউনলোড করবেন তা জানতে এই বাটনে ক্লিক করুন।
অন্য উপায় আছে। যেমনঃ
২. বর্তমানে কয়েকটি ভালো ভালো সাইট আছে যারা আপনাকে ফ্রিতে ভিডিও ব্যবহারের সুযোগ দিয়ে থাকে।
এর মধ্যে সবচেয়ে প্রিয় হলো pexels, pixabay, unsplush ইত্যাদি সহ আরো অনেক জনপ্রিয় ওয়েবসাইট।
আপনার যা ভালো লাগে সব ভিডিও ব্যবহার করতে পারবেন।
তবে ইউটিউব কিছু নিয়ম আছে আপনাকে প্রতি সপ্তাহে অন্তত দুই থেকে তিনটি ভিডিও আপলোড দিতে হবে।
এভাবে যতদিন আপনার ইউটিউব চ্যানেল থাকবে ততদিন ভিডিও আপলোড দিতে হবে আপনি যদি তা না করতে পারেন তাহলে ইউটিউব আপনাকে আপনার ভিডিওকে মানুষের কাছে দেখাবে না।
আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভিডিওটি মানুষের কাছে ভালো লাগতে হবে।
মানুষ যখন আপনার ভিডিও দেখে যদি না দেখে তাহলে ভিডিও দিয়ে কোন লাভ হবে না।
তাই আপনি যদি ইউটিউব থেকে আয় করতে চান তাহলে এই সব ভালো ভিডিও চ্যানেল আছে এবং আপনাকে ফ্রিতে ব্যবহার করার সুযোগ দিচ্ছে তাদের ভিডিও গুলো ব্যবহার করতে থাকুন।
তাছাড়া আরোও একটি সিক্রেট টিপস আছে। তা জানতে এইখানে ক্লিক করুন।
ধন্যবাদ