কিভাবে আপনি ইউটিউবে কপি পেস্ট করে ইনকাম করতে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। প্রতি মাসে মোটা অঙ্কের একটা ইনকাম করতে পারবেন
তবে ইউটিউবিং এর পাশাপাশি ভিডিও তৈরির সাপোর্টিভ অনেক কাজ করেও মানুষ বেশ ভাল ইনকাম করছেন। যেমনঃ- থাম্বনেইল ডিজাইন, অডিও ও ভিডিও এডিটিং, স্ক্রিপ্টিং, প্রমোটার ইত্যাদি।
আপনার যদি এই রিলেটেড কোনো একটি স্কিলও থাকে, আপনার কাজের অভাব হবে না। সময় নিয়ে একাধিক ইউটিউবারকে সার্ভিস দিতে পারবেন আপনি
ইউটিউব থেকে ইনকাম যদি কপি পেস্ট এর মাধ্যমে হয়ে তাহলে ব্যপারটা ইন্টারেস্টিং হয়ে দাড়ায়। ইউটিউব এমন একটি প্লাট ফ্রম যেখানে আপনি ছোট বড় ভিডিও শেয়ার করে ইনকাম করতে পারেন।আপনি হতে পারেন গরিব বা মধ্যবিত্ত, কোন সমস্যা নেই আপনি। আপলোড করে প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদের আজকে জানাতে চলেছি আপনি প্রতি মাসে ইউটিউব থেকে কি করে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন । যদি আপনার একটা স্মার্ট ফোন থাকে তাহলেই এনাফ আর কিছুই লাগবেন। আপনার লেপটপ বা পিসি কিছুই লাগবেনা।
ভিডিও কোথায় পাবেন?
বন্ধুরা আপনারা প্রথমে গুগলে জাবেন। সেখানে লিখবেন pixabay এটি লেখার পরে প্রথমে যে ওয়েব সাইট আশবে সেটাতে আপনি প্রবেশ করবেন। আশা করি আপনারা অনেকেই এর সাথে পরিচিত রয়েছেন।
এই ওয়েব সাইটের মাধ্যমে যেকোন ভিডিও ফটো অডিও ফ্রিতে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এখান থেকে ভিডিও বা ইমেজ নিলে কোন কপিরাইট ইস্যু আসে না।
এখানে আপনি যেই বিষয়ে সার্চ দিবেন ঠিক সেই বিষয়ে ভিডিও পাবেন। আপনি যদি বিড়াল লিখে সার্চ করেন তাহলে হাজার হাজার ভিডিও পাবেন সেখান থেকে আপনার পছন্দ মতো ভিডিও ডাউনলোড দিয়ে ভিডিওতে ব্যবহার করতে পারেন।
যেই ভিডিও গুলো একটু ভালো বা কোয়ালিটি কিছু আছে ভিডিওতে সেই ভিডিও গুলা নিতে পারেন। তাহলে দর্শক আপনার ভিডিও বেশি দেখবে এবং ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে।
অডিও কোথায় পাবেন।
আপনি অডিও ইউটিউব লাইব্রেরি থেকে নিতে পারেন। যদি সেখানে পছন্দ না হয় তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন NCS এখানকার সকল ভিডিও কপিরাইট ফ্রি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন।
Youtube এ আপনার যদি চ্যানেল থাকে, তাহলে আয় করার জন্য আপনার চ্যানেলের ১ হাজার সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ঘন্টা Watch time লাগবে। এছাড়া আপনি কোন ভাবেই Youtube থেকে ইনকাম করতে পারবনে না।