how to call by hide my number gadgetsbdnews

নিজের নাম্বার গোপন রেখে কি কল দেয়া যায়?how to call by hide my number- gadgetsbdnews

how to call by hide my number gadgetsbdnews



তিনটে উপায় শেয়ার করেছি। পড়ে থাকলে একটি আপভোট করতে ভুলবেন না।

অনেক বছর আগে থেকে এই চিন্তা আমার মনে এসেছিলো। বলতে পারেন আমার প্রিভাসি কনসার্ন অনেক বেশি। সালমান খানের কোনও একটি সিনেমা ছিলো, যেখানে একটি প্রাইভেট নম্বর থেকে সিনেমার নায়িকা বার বার কল করে বিরক্ত করে। সিনেমার নাম মনে করতে পারছি না। সিনেমার নামটা কী ছিলো? জেনে থাকলে জানাবেন।

মূল কথায় আসি। আপনি কোথায় থাকেন, আমি জানি না। ধরে নিচ্ছি, বাংলাদেশে থাকেন। বাংলাদেশে এরকম কোনও পদ্ধতি এখনও পর্যন্ত কোনও সিম অপারেটার চালু করেনি সাধারণ জনগনের জন্য। আমি পুরোপুরি নিশ্চিত। যার ফলে এটি কোনও ভাবেই সম্ভব নয়। তবে তিনটে উপায় আছে।

১। স্কাইপ ক্রেডিট।

২। একটি অতিরিক্ত সিম ব্যবহার করা।

৩। আইপি ফোনিং।

স্কাইপ ক্রেডিট।
স্কাইপ ক্রেডিটের মাধ্যমে আপনি কাউকে কল করলে, তার ফোনে নম্বরের পরিবর্তে লেখা উঠবে 'Private Number'।

স্কাইপ থেকে ডলারের মাধ্যমে $15.59 অথবা $8.39 পেইমেন্ট করে যথাক্রমে ৮০০ মিনিট অথবা ৪০০ মিনিট কিনতে পারেন। এতে আপনার খরচ পড়বে যথাক্রমে ১.৮ টাকা অথবা ১.৭ টাকা প্রতি মিনিট। (আজকের ইস্টার্ন ব্যাংক এর রেইট ৮৫.৪৫/ডলার ধরে) উভয় প্যাকেজ এর মেয়াদ ৩০ দিন। এছাড়াও ৪০০ মিনিট এর প্যাকেজটি আপনি একমাস ট্রায়াল হিসেবে ফ্রিতে নিতে পারেন। সেক্ষেত্রে টাকা না লাগলেও কার্ড এর বিস্তারিত তথ্য দিয়ে রাখতে হবে। কার্ডটি অবশ্যই ইন্টারন্যাশনাল মানের অর্থাৎ ইউএসডি কারেন্সির হতে হবে। মেয়াদ শেষ হবার আগের দিনের মধ্যে পেইমেন্ট ডিটেইল সরিয়ে না নিলে আপনার কার্ড থেকে টাকা কাটার চেষ্টা করবে স্কাইপ।

অতিরিক্ত সিম ব্যবহার করা।
আমি এই কাজটি করি। কারন, স্কাইপ আমার জন্য বেশি খরচা হয়ে যায়। এই সিমটিতে আমি '016' এই নম্বরে সব কল ডাইভার্ট/ফরওয়ার্ড করে রেখেছি। যার ফলে, কেউ আমাকে কল করলে, কোনও কল আসে না। তার কাছে বলা হয়, আমার নম্বরটি ভুল। অর্থাৎ সকল ইনকামিং কল বন্ধ। কিন্তু আমি চাইলেই যে কারও কাছে কল করতে পারি। আর পরিচিত মানুষদের কাছে আমার একান্ত ব্যক্তিগত অন্য নম্বরটি থাকে। ফলে তারা চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারছে।

আইপি ফোনিং।
বাংলাদেশে আইপি ফোনিং অ্যাপ গুলোর মধ্যে অন্যতম দু'টি অ্যাপ হচ্ছে, 'Amber IT IP Phone' এবং 'Brilliant Connect' আইপি ফোনিং অ্যাপ। এন্ড্রয়েডের এই অ্যাপগুলোর মাধ্যমে আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের এবং নিজের ছবি আপলোড করার মাধ্যমে ভ্যারিফাই করে একটি একাউন্ট করতে পারবেন। এই অ্যাপগুলো আপনাকে একটি কাস্টম নম্বর দেবে। যেটি শুরু হবে ০৯ দিয়ে। কাউকে এখান থেকে কল করলে সে আপনার নম্বর না দেখে ০৯ দিয়ে শুরু হওয়া নম্বর দেখতে পারবে। এখান থেকে কল করলে আপনার খরচা হবে প্রতি মিনিটে ৩০ পয়সা আর সাথে ভ্যাট। এখানে আপনি যেকোনও কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে রিচার্জ করতে পারবেন।
এটি কোনও পুরোপুরি সমাধান নয়। কারন, যিনি কল রিসিভ করছেন, তিনি আপনার সিমের নম্বর না পেলেও নতুন ০৯ দিয়ে শুরু হওয়া নম্বরটি ঠিকই পাচ্ছেন। ফলে তিনি চাইলেই আপনার নতুন ০৯ দিয়ে শুরু হওয়া নম্বরে কল করতে পারছেন। আপনি অবশ্য চাইলে অ্যাপ গুলোকে ব্যাকগ্রাউন্ডে চালু থাকা থেকে বিরত রাখতে পারেন, এবং অ্যাপ নোটিফিকেশান বন্ধ রাখতে পারেন। (এতে পুরোপুরি কাজ হবে কিনা, আমি নিশ্চিত নই)। তবে কেবল Amber IT IP Phone অ্যাপটিতে 'Do not disturb' বলে একটি ফাংশান আছে। এটি অন রাখলে ইনকামিং কলগুলো আর আসবে না।

কষ্ট করে পড়বার জন্য ধন্যবাদ।

সম্পাদনাঃ
১। আইপি ফোনিং এর ব্যপারটি ভুলে গিয়েছিলাম। পরে সংযোজন করে দিয়েছি।
২।'Brilliant Connect' এর ব্যপারে জানা ছিলো না। মন্তব্যে পড়ে জেনেছি।
৩। দুঃখিত! আমি আগে জানতাম আইপি ফোনিং অ্যাপ গুলোতে ইনকামিং কল আসে না। ভুলটি ধরিয়ে দিয়েছেন মিঃ আশরাফুল রাসেল। উত্তরের এই অংশটুকু সম্পাদনা করে দিয়েছি। যেহেতু আইপি ফোনিং অ্যাপ গুলো নম্বর না জানিয়ে কল করা যায় না এবং কল রিসিভার চাইলেই আপনার নতুন নম্বরে কল করতে পারেন, সুতরাং এটি পুরোপুরি সমাধান হতে পারে না। এটিকে সর্বশেষে নিয়ে এসেছি।

Post a Comment

Previous Post Next Post