দুধে জল মেশানো আছে কিনা কিভাবে বুঝবো?
আপনি খুব সহজেই দুধে পানি আছে কিনা সেটি বুঝতে পারবেন পরীক্ষাটি করে:
- ঢালু গ্লাস অথবা পলিসড কোনো জায়গায় এক ফোটা দুধ ফেলুন।
- দুধ বিশুদ্ধ হলে গড়িয়ে পড়বার সময় সাদা একটা ছাপ ফেলে যাবে আর ধীরে গড়িয়ে পড়বে।
- দুধ যদি কোনো ছাপ না রেখে দ্রুত গড়িয়ে পড়ে তাহলে বুঝবেন দুধে পানি মেশানো আছে।
- এছাড়া ল্যাক্টোমিটার দিয়েও আপনি পরীক্ষা করতে পারেন। M পর্যন্ত মিটার পূর্ণ হলে বুঝবেন দুধ বিশুদ্ধ আর এর নিচে থাকলে বুঝবেন দুধে পানি মেশানো আছে।
ধন্যবাদ।
Tags:
life hacks