ছিনতাইকারীর হাতে ধরা পড়লে কিভাবে বাঁচা যায়?
- হয় নিজেকে অত্যন্ত দুর্বল করে ফেলুন(মানে আপনার কাছে তেমন কিছু নেই)অথবা নিজের ক্ষমতা জাহির করুন।
- প্রথমে ছিনতাইকারীকে কনভিন্স করার চেষ্টা করুন।
- ছিনতাইকারীর মনোভাব এবং আচার-আচরণ বোঝার চেষ্টা করুন।
- ছিনতাইকারীর চোখে চোখ রাখুন।
- কোনভাবেই ভীত হওয়ার অভিনয় করা যাবে না।
- আত্মবিশ্বাসী এবং স্বাভাবিক ভঙ্গিতে ছিনতাইকারীকে ডিল করুন।
- ছিনতাইকারীকে বুঝিয়ে দিন যে আপনার কিছু হলে চিন্তাইকারী ধরা খেয়ে যাবে এবং বড়-সড় বিপদে পড়বে।
- দিনশেষে ছিনতাইকারীও কিন্তু একজন মানুষ। ছিনতাইকারীর কবলে পড়লেও কিছু টেকনিক এর মাধ্যমে আপনি অবশ্যই রক্ষা পেয়ে যাবেন।
- আশেপাশের পরিবেশ ও পরিস্থিতির উপর সর্বদা নজর রেখে চলাফেরা করুন।
- সর্বদা বিচক্ষণ এবং চটপটে থাকুন। ছিনতাইকারী তাহলে ভুলেও আপনার ধারে কাছে আসবে না।
- ছিনতাইকারীর কবলে অথবা খপ্পরে পড়লে সাথে সাথেই ট্রিপল নাইনে কল করুন অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।
Tags:
life hacks