জ্ঞানী হবো কী করে?
- কথা কম বলতে হবে।
- কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না।
- চিন্তা-ভাবনা ছাড়াই কারো সাথে বন্ধুত্ব গড়ে তোলা যাবেনা।
- মরীচিকার পেছনে ছোটা বন্ধ করতে হবে।
- যাকে-তাকে প্রেম নিবেদন করা যাবেনা।
- আবেগ নিয়ে খেলতে জানতে হবে।
- নিজের গোপনীয়তার রক্ষণ করতে জানতে হবে।
- মানুষ সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করতে হবে।
- অবসর সময়ে দেশি-বিদেশি বিখ্যাত বইগুলো পড়ে ফেলতে হবে।
- জীবনযুদ্ধে ধাক্কা খেলে ভড়কে যাওয়া যাবে না।প্রতিটি ধাক্কায় আমাদের জন্য নতুন জ্ঞানের দ্বার খুলে দেয়।
- জ্ঞানী হতে হলে আপনার মাঝে প্রশ্ন করার উদ্যোগ জাগ্রত হতে হবে।জ্ঞানী ব্যক্তিরা বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান।
- জ্ঞানী ব্যক্তিদের জানার আগ্রহ অত্যন্ত প্রবল।
- জ্ঞানী ব্যক্তিরা নিজেদের ভুল স্বীকার করতে ভুল করেন না।
- জ্ঞানী ব্যক্তিরা কোনো সিদ্ধান্ত নিতে হলে পারিপার্শ্বিক সবকিছু চিন্তা করেই সিদ্ধান্ত নেন।
- জ্ঞানী হতে হলে আপনাকে হরহামেশাই প্রেমে পড়তে হবে!(প্রেম বলতে শুধুই তথাকথিত নর-নারীর প্রেম নয়,জ্ঞানী ব্যক্তি যে কোন কিছুরই প্রেমে পড়তে পারে)
- জ্ঞানী হতে হলে ভুল করতে হবে এবং পরবর্তীতে সেটি থেকে শিক্ষা নিয়ে নতুন কোনো ভুল করতে হবে।
- কোন কিছুতেই নিরাশ এবং হতাশ হওয়া যাবে না।জ্ঞানী মানুষ জীবনকে উপভোগ করে বেড়ান।