কিভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলা যায়? ভালো বক্তা হওয়ার কৌশল
- সুন্দর করে গুছিয়ে কথা বলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে শোনার দক্ষতা ডেভলপ করা।
- যত বেশি পড়বেন,তত বেশি বলতে পারবেন।কাজেই গুছিয়ে কথা বলার ক্ষেত্রে পড়ার বিকল্প নেই।
- কথা বলার সময় যার সাথে কথা বলা হচ্ছে তার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকানোটা এক ধরনের অভদ্রতা এবং অসভ্যতার শামিল।কাজেই এটি মাথায় রাখুন।
- কথা বলার সময় আত্মবিশ্বাসী হোন।
- অন্যকে হিট করে এবং আঘাত করে কোন ধরনের নেতিবাচক কথা বলা যাবে না।
- যাদের সাথে কথা বলছেন তাদের উপর তীক্ষ্ণ নজর রাখুন।পরিস্থিতি ভেদে স্ক্রিপ্ট পরিবর্তন করার মানসিকতা রাখুন।
- কথা বলা শিল্পকে রপ্ত করতে অনলাইনে এ বিষয়ক কিছু কোর্স করে দেখতে পারেন।
- শব্দ চয়ন এবং কখন কোন কথাটি বলবেন সেটি গুরুত্বের সাথে বিবেচনায় রাখুন।
- কথা বলুন স্লো-মোশনে।তাড়াহুড়ো করা যাবে না।
- শুদ্ধ ও প্রমিতভাবে কথা বলা শিখুন।
- কথা বলার ক্ষেত্রে আঞ্চলিকতা পরিহার করতে হবে।
- প্রচুর কথা বলার অনুশীলনের কোন বিকল্প নেই।এক্ষেত্রে কোন পার্টনার খুঁজুন।অথবা কিছু সময়ের জন্য কল সেন্টারগুলোতে পার্ট টাইম জব করতে পারেন।
Tags:
life hacks