Why do singers use ear headphones when recording songs in the studio? gadgetsbdnews

স্টুডিওতে গান রেকর্ড করার সময় গায়করা কানে হেডফোন ব্যবহার করে কেন?

প্রশ্নটির জন্য ধন্যবাদ। রেকর্ডিং স্টুডিওতে গায়ক বা গায়িকার জন্য হেডফোনের ব্যবহার অতি প্রয়োজনীয়। সেখানে তাঁরা গান গাওয়ার আগেই মিউজিক ট্র্যাকটি তৈরী করা থাকে। সেই সুরটি তাঁরা হেডফোনে শুনতে পান। গান গাওয়ার সময় তাঁরা যাতে সুরের সঙ্গে তাল মিলিয়ে গানটি গাইতে পারেন সেইজন্য তাঁদের হেডফোন দেওয়া হয়।

শুধু স্টুডিওতেই নয়, মঞ্চে পারফরম্যান্সের সময়ও আমরা তাঁদের হেডফোন জাতীয় আকারে ছোট ইয়ারফোন ব্যবহার করতে দেখি। কারণটি হলো তাঁরা যাতে সুরটি শুনতে পান এবং সেটি অনুসরণ করে সঠিকভাবে গানটি গাইতে পারেন। এছাড়াও মঞ্চে গাইলে দর্শকদের ভিড়ের দরুন আওয়াজে মিউজিক ট্রাকটি ঠিকমতো শোনা সম্ভব হয় না। সেজন্যও তাঁরা ব্যবহার করেন।

স্টুডিওতে গান রেকর্ডিং এর সময় হেডফোন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ব্যবহারের ফলে গায়ক বা গায়িকার গানের সুরের ভুল সময়ে প্রবেশ করে ফেলার সম্ভাবনা থাকে না। নিজের কানে শুনে সঠিক সুরে, সঠিক লয়ে গানটি গাইতে পারেন।

ছবি:গুগল

Post a Comment

Previous Post Next Post