নিজেকে কিভাবে ব্যক্তিত্বসম্পন্ন করে গড়ে তুলব? How to develop a personality?
# কথা এবং কাজে মিল রাখুন
# নিজের কাজ নিজে করুন
# স্বার্থপরতা ত্যাগ করে পরোপকারী হোন।
# অপ্রয়োজনীয় কথা বলা বাদ দিন।
# প্রয়োজনীয় কথাগুলো যথাসম্ভব কম কথায় বেশী অর্থ বুঝানোর চেষ্টা করুন।
# নিজের বদঅভ্যাস গুলো পরিত্যাগ করুন। ভালো অভ্যাস গড়ে তুলুন।
# মিথ্যা বলা যাবেনা।
# মা বাবার সেবা করুন
# নিজের মনে দায়ীত্বশীলতার বীজ বপন করুন। সবসময় যে কোন কাজে দায়ীত্বশীল হোন।
# নিজের কাজের প্রতি যত্নশীল হোন।
# অন্যজনের কাজ/ অর্জনকে সম্মানের সহিত স্বীকৃতি দিন।
# অন্যজনের কথা মনযোগ দিয়ে শুনুন এবং বিষয় মোতাবেক ইতিবাচক ও সমস্যা সমাধান মূলক মন্তব্য/ পরামর্শ প্রদান করুন।
# সর্বোপরি ধর্মানুভূতি সম্পন্ন জীবনযাপন করুন।
- বারবার নক দেবেন না অনলাইনে।
- লাস্ট টেক্সট যদি হয় hum/valo তাহলে আর তাকে টেক্সট করার দরকার নেই।
- কখনোই বলবেন না, আমি পারবো না(কোন বিষয়), বলবেন, এইটা আমার জন্য চ্যালেঞ্জিং / তোমার হেল্প লাগতে পারে।
- কখনোই নিজের উইক পয়েন্ট তার সাথে শেয়ার করবেন না।
- পোশাক পরিচ্ছদে যথেষ্ট মার্জিত কালার চুজ করবেন।
- ছেড়া কাপড় পরে যাবেন না।
- কথা বলার সময়ে কোন মুদ্রাদোষ থাকলে এড়িয়ে চলুন।
- প্রতিটা কথার ভিতরে টুইস্ট রাখার ট্রাই করুন।
- সবকিছু ভেঙে চুরে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই।
- গুরুত্বপূর্ণ কথার মাঝে একটু হলেও ইন্টারস্টেটিং ইনফরমেশন দেওয়ার ট্রাই করুন! যেইটা স্বাভাবিক মানুষের জানার কথা নয়।
- সর্বপরি বই পড়ুন, অনলাইন অফলাইন থেকে এবং রিয়েল লাইফ থেকে প্রচুর ইনফরমেশন গ্যাদার করুন, বাজে অভ্যাস এড়িয়ে চলুন! দেখবেন…আপনার পার্সোনালিটির প্রেমে নিজেই পড়ে গেছেন।
Tags:
life hacks