নিজেকে কিভাবে ব্যক্তিত্বসম্পন্ন করে গড়ে তুলব? Gadgetsbdnews How to develop a personality?

নিজেকে কিভাবে ব্যক্তিত্বসম্পন্ন করে গড়ে তুলব? How to develop a personality?


নিজেকে কিভাবে ব্যক্তিত্বসম্পন্ন করে গড়ে তুলব? gadgetsbdnews




# কথা এবং কাজে মিল রাখুন

# নিজের কাজ নিজে করুন

# স্বার্থপরতা ত্যাগ করে পরোপকারী হোন।

# অপ্রয়োজনীয় কথা বলা বাদ দিন।

# প্রয়োজনীয় কথাগুলো যথাসম্ভব কম কথায় বেশী অর্থ বুঝানোর চেষ্টা করুন।

# নিজের বদঅভ্যাস গুলো পরিত্যাগ করুন। ভালো অভ্যাস গড়ে তুলুন।

# মিথ্যা বলা যাবেনা।

# মা বাবার সেবা করুন

# নিজের মনে দায়ীত্বশীলতার বীজ বপন করুন। সবসময় যে কোন কাজে দায়ীত্বশীল হোন।

# নিজের কাজের প্রতি যত্নশীল হোন।

# অন্যজনের কাজ/ অর্জনকে সম্মানের সহিত স্বীকৃতি দিন।

# অন্যজনের কথা মনযোগ দিয়ে শুনুন এবং বিষয় মোতাবেক ইতিবাচক ও সমস্যা সমাধান মূলক মন্তব্য/ পরামর্শ প্রদান করুন।

# সর্বোপরি ধর্মানুভূতি সম্পন্ন জীবনযাপন করুন।

  1. বারবার নক দেবেন না অনলাইনে।
  2. লাস্ট টেক্সট যদি হয় hum/valo তাহলে আর তাকে টেক্সট করার দরকার নেই।
  3. কখনোই বলবেন না, আমি পারবো না(কোন বিষয়), বলবেন, এইটা আমার জন্য চ্যালেঞ্জিং / তোমার হেল্প লাগতে পারে।
  4. কখনোই নিজের উইক পয়েন্ট তার সাথে শেয়ার করবেন না।
  5. পোশাক পরিচ্ছদে যথেষ্ট মার্জিত কালার চুজ করবেন।
  6. ছেড়া কাপড় পরে যাবেন না।
  7. কথা বলার সময়ে কোন মুদ্রাদোষ থাকলে এড়িয়ে চলুন।
  8. প্রতিটা কথার ভিতরে টুইস্ট রাখার ট্রাই করুন।
  9. সবকিছু ভেঙে চুরে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই।
  10. গুরুত্বপূর্ণ কথার মাঝে একটু হলেও ইন্টারস্টেটিং ইনফরমেশন দেওয়ার ট্রাই করুন! যেইটা স্বাভাবিক মানুষের জানার কথা নয়।
  11. সর্বপরি বই পড়ুন, অনলাইন অফলাইন থেকে এবং রিয়েল লাইফ থেকে প্রচুর ইনফরমেশন গ্যাদার করুন, বাজে অভ্যাস এড়িয়ে চলুন! দেখবেন…আপনার পার্সোনালিটির প্রেমে নিজেই পড়ে গেছেন।

Post a Comment

Previous Post Next Post