- অন্য সকল বিষয় থেকে এটা জানা জরুরী যে, ফোনটার বিক্রেতাই আসল মালিক কি না। এর জন্য ফোনের বক্স এবং মেমো দেখে নিবেন। না হলে বড় ধরনের বিপদে পড়তে পারেন! বর্তমানে মোবাইল চুরি হলে অনেকেই জিডি করে রাখে। আপনি চুরি না করলেও, চোরাই ফোন ব্যবহার করার কারণে সমতুল্য অপরাধী বলে বিবেচিত হবেন!
- বক্সের সাথে ফোনের আইএমইআই-টা মিলিয়ে, আইএমইআই (IMEI) টা চেক করে নিবেন। IMEI check - Free IMEI checker online | IMEI24.com (ফোনের IMEI বের করতে ডায়াল প্যাডে *#06# চাপুন) কতদিন ব্যবহার হয়েছে না হয়েছে, সবই জানতে পারবেন। আইএমইআই সংক্রান্ত কোন সমস্যা অথবা কপি ফোন হলে কারেক্ট রেজাল্ট শো করবে না।
ইদানিং বাজারে বেশ কয়েকটা মডেলের কপি ফোনও বের হয়েছে (রিয়েলমি, রেডমির এবং স্যামসাংয়ের দেখেছি) -নিচের ছবিতে দেওয়া আইএমইআই টা চেক করে দেখতে পারেন। কোন ইনফরমেশন-ই আসবে না। এটা এমআই রেডমির (Xiaomi) একটা মডেল.. অথচ আইএমইআই সিরিজ হুয়াওয়ে'র। বাজেট কম থাকায়, আমার পরিচিত একজন এই ফোনটা কিনতে চাচ্ছিলো। দেখে বোঝার উপায় নেই যে এটা কপি ফোন. শাওমির ইউআইও ব্যবহার করেছে।
যাই হোক… এখন ফোনের কন্ডিশন এবং পারফরম্যান্স টেস্টিংয়ের পালা। টাচ-ডিসপ্লে, ফোন কল, ইন্টারনেট, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ. এ সমস্ত কিছুই নিজ দায়িত্বে দেখে নিবেন। এই বিষয়গুলো মাথায় রাখলে, সেকেন্ড হ্যান্ড ডিভাইস কিনতে গিয়ে মিনিমাম ধরা খাবেন না. এটার গ্যারান্টি দিতে পারি।
-শুভকামনা 🖤
Tags:
android