ফোনে অ্যাপ হাইড করার উপায় how to hide apps of your phone

 কিছু নির্দিষ্ট অ্যান্ড্রয়েড ফোনে হোম স্ক্রিন বা ফোনের সেটিংস থেকে অ্যাপ হাইড করার ফিচার বিল্ট-ইন রয়েছে। স্যামসাং, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস ও হুয়াওয়ে ফোনে এই বিল্ট-ইন ফিচার ব্যবহার করে অ্যাপ হাইড করা যাবে। আপনার ফোনে যদি অ্যাপ হাইড করার ফিচার না থাকে, তবে থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করে একই কাজ করতে পারবেন যা পোস্টের শেষের দিকে উল্লেখ করা হয়েছে। প্রথমে চলুন জেনে নেওয়া যাক বিল্ট-ইন ফিচার দ্বারা বিভিন্ন ব্র‍্যান্ডের এন্ড্রয়েড ফোনে অ্যাপ হাইড করার নিয়ম।




ফোনে অ্যাপ হাইড করার উপায় how to hide apps of your phone

প্রায় সকল  একই নিয়ম অনুসরণ করে অ্যাপ হাইড করা যাবে৷ স্যামসাং ফোনে অ্যাপ হাইড করতেঃ

  • অ্যাপ ড্রয়ারে প্রবেশ করুন
  • উপরে ডানদিকে থাকা থ্রি-ডটে ট্যাপ করুন
  • Home screen settings / Settings ওপেন করুন
  • Hide apps অপশন সিলেক্ট করুন
  • যে অ্যাপটি হাইড করতে চান, সেটি সিলেক্ট করুন ও Apply / Done অপশনে ট্যাপ করে কনফার্ম করুন

একই পথ অনুসরণ করে পরে হিডেন অ্যাপগুলো আবার এক্সেস করতে পারবেন।


শাওমি / রেডমি

ফোনে বিল্ট-ইন অ্যাপ লক ফিচার আছে যার মাধ্যমে অ্যাপ হাইড করা যাবে। শাওমি ফোনে অ্যাপ হাইড করতেঃ

  • Settings থেকে Apps মেন্যুতে প্রবেশ করুন
  • App lock অপশনে ট্যাপ করুন
  • এরপর হাইড করা অ্যাপের জন্য পাসকোড প্রদান করুন
  • Hidden Apps অপশনে ট্যাপ করুন
  • যেসব অ্যাপ হাইড করতে চান, সেগুলো সিলেক্ট করুন
  • এরপর কাংখিত অ্যাপ হাইড হয়ে যাবে

লুকিয়ে রাখা অ্যাপ অ্যাকসেস করতে হলে স্ক্রিনের উপর দুটি আঙ্গুল রেখে বিপরীত দিকে সোয়াইপ করুন। এটি আপনাকে স্ক্রিনে আরও ভালভাবে দেখানো হবে যখন আপনি অ্যাপ হাইড করতে যাবেন।

রিয়েলমি / অপো


 ফোনে একই উপায়ে অ্যাপ হাইড করা যাবে। “App Lock” নামের এই ফিচার ব্যবহার করে রিয়েলমি ও অপো ফোনে অ্যাপ হাইড করতেঃ

  • মোবাইলের সেটিংস থেকে Privacy অপশনে ট্যাপ করুন
  • এরপর খুঁজে নিয়ে “App Lock” অপশনে ট্যাপ করুন
  • এরপর লক এর জন্য পাসকোড সেট করুন
  • যেসব অ্যাপ হাইড করতে চান সেগুলো সিলেক্ট করুন App Lock ও Hide from home screen অপশন চালু করুন

রিয়েলমি ও অপো ফোনের অ্যাপ লক এর মাধ্যমে অ্যাপ হাইড করার জন্য যে কোড ব্যবহার করা হয়েছে তার আগে ও পরে হ্যাশ (#) যোগ করে ডায়াল করলে হাইড করা অ্যাপসমূহ অ্যকসেস করা যাবে। অর্থাৎ আপনি যদি 1234 পাসকোড দ্বারা ইউটিউব লক করে রাখেন, তবে এই লক খুলতে ফোন অ্যাপে গিয়ে #1234# ডায়াল করুন।

ভিভো

ফোনে অ্যাপ হাইড করতেঃ

  • ফোনের সেটিংস থেকে Fingerprint, face and password অপশনে প্রবেশ করুন
  • Privacy and app encryption সিলেক্ট করুন
  • এরপর Hide app অপশনে ট্যাপ করুন
  • যেসব অ্যাপ হাইড করতে চান সেগুলো লিস্ট থেকে সিলেক্ট করুন
  • এরপর উক্ত অ্যাপ রিসেন্ট অ্যাপ ইন্টারফেস থেকে মুছে ফেলুন যাতে সব জায়গা থেকে হাইড হয়ে যায়

স্ক্রিনের ওপর দুটি আঙ্গুল রেখে উপরের দিকে সোয়াইপ করলে হিডেন অ্যাপ দেখা যাবে। পাসওয়ার্ড দরকার হবে।

থার্ড পার্টি অ্যাপ ব্যবহার

যেসব ফোনে অ্যাপ হাইড করা যায়না থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে সেসব ফোনেও অ্যাপ হাইড করা যাবে। আবার বিভিন্ন লঞ্চার ব্যবহার করেও অ্যাপ হাইড করা যেতে পারে।

অ্যাপ হাইড করার ফিচার প্রদান করে এমন কিছু অ্যান্ড্রয়েড লঞ্চার হলো – নোভা লঞ্চার, ইউ লঞ্চার, অ্যাপেক্স লঞ্চার, ইত্যাদি৷ এছাড়া অনেক অ্যাপ ব্যবহার করে অ্যাপ হোমস্ক্রিন বা অ্যাপ ড্রয়ার থেকে হাইড করা যায়। অ্যাপ হাইডার, হাইডইউ, ডায়ালার লক, ইত্যাদি কিছু থার্ড পার্টি অ্যাপ যা ব্যবহার করে অ্যাপ হাইড করা যায়।


Post a Comment

Previous Post Next Post