কিভাবে নিজের পারসোনালিটি বাড়াবো how to develop my personality

কিভাবে নিজের পারসোনালিটি বাড়াবেন?


কিভাবে নিজের পারসোনালিটি বাড়াবো how to develop my personality






  1. বন্ধু-বান্ধবের সংখ্যা কমিয়ে দিয়ে একা চলুন।
  2. একা রুমে থাকুন।
  3. একা একা ঘুরতে যান।
  4. নিজের মনকে সর্বদা অনুসরণ করুন।
  5. মনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া যাবেনা। গুরুতর ভুল হলে ভুল!তাতেও কোন সমস্যা নেই।
  6. যত বেশি পারুন একা একা সিদ্ধান্ত নিন এবং তা বাস্তবায়ন করুন।
  7. একা একা হোঁচট খেতে শিখুন;হোঁচট খেতে খেতে এবং ধরা খেতে খেতে নিজের সম্পর্কে ধারণা হয়ে যাবে।
  8. নিজের প্রতি যত্নশীল হোন এবং নিজেকে পর্যাপ্ত টাইম দিন।
  9. নিজের পছন্দ এবং আগ্রহকে অনুসরণ করুন।
  10. কখনো অন্যের কথা মতো নিজের মনোভাব পরিবর্তন করা যাবে না।
  11. বারবার ভুল করুন তাতেও কোন সমস্যা নেই,তবুও অন্যের কথা মত নিজেকে পরিবর্তন করতে যাবেন না।
  12. কখনো ভুলেও অন্যের কথা মতো নিজের উদ্দেশ্য এবং লক্ষ্য ঠিক করবেন না।
  13. রাত বারোটার পর থেকে একা একা রুমে বসে নিজের সাথে নিজে কথা বলুন।নিজের সম্পর্কে হিসাব-নিকাশ করুন।
  14. অন্যের ব্যাপারে ভাবনা-চিন্তা বাদ দিয়ে নিজেকে নিয়ে ভাবুন।
  15. নিজেকে চিনতে হলে নিজের চরকায় বেশি বেশি তেল দিতে হবে।
  16. প্রচুর বই পড়ুন এবং পারলে মুভি দেখুন।
  17. নিজেকে চিনতে হলে নিজেকে অন্যের সাথে তুলনা করা যাবেনা।
  18. নিজেকে চিনতে হলে নিজের সবল এবং দুর্বল দিকগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে।

Post a Comment

Previous Post Next Post